K.G.F: Chapter 1 Movie Review
Language: Kannada
Cast: Yash, Anant Nag, Srinidhi Shetty, Malavika Avinash
গল্প:- একটা গরীব ছেলের বড় হওয়ার গল্প, তার সাহসিকতা, তার প্রতিভা।
গল্প নিয়ে কিছু বলে আপনাদের মজা নষ্ট করতে চাই না🤔।
মুভির খারাপ দিক:-
প্রথম হাফে চরিত্র অনেক বেশি, অনেক তাড়াতাড়ি এক সিন থেকে অন্য সিনে চলে যায় তাই গল্পটা বুঝতে সমস্যা হয়, আশা করি দ্বিতীয় বার দেখলে ঠিক ই গল্প বুঝতে পারবেন।
বি:দ্র: প্রথম বার দেখে আমি ১০০% বুঝি নাই, দ্বিতীয় বার দেখে কিছুটা বুঝেছি।
মুভির ভালো দিক:-
মুভির ভালো দিক বললে শেষ হবে না তাই সংক্ষেপে বলি!
গল্প:-
অসাধারণ গল্প ছিল, Yash এর স্টাইল, লুক দেখে আমি ফিদা হয়ে গেছি এবং কোন মুভির প্রধান আকর্ষন থাকে ভিলেন আর এই মুভির ভিলেন ও অসাধারণ ছিল।
ডিরেকশন:-
এই মুভির স্কিন হিরো Yash হলেও আসল হিরো ডিরেক্টর Prashanth Neel
এক কথায় অসাধারণ ডিরেকশন দিয়েছে আর তিনি ই গল্পটা লিখেছেন, সাউথ ইন্ডিয়ায়
Ss Rajamoli, Sankar এর পর আমি মনে করি Prashanth Neel এর অবস্থান তারা তিনজন খুব ই স্পেশাল ডিরেক্টর তবে Sukumar কে ও আমার অনেক ভালো লাগে।
স্কিনপ্লে:-
এই মুভির স্কিনপ্লে ও Prashanth Neel এর এক কথায় অসাধারণ, যে তাড়াতাড়ি গল্প চলতে থাকে তা ও মুভি ১৫৫ মিনিট এর, মুভি ভালো এডিটিং না হলে ১৮০+ মিনিট হয়ে যেত।
সিনেমাটোগ্রাফী:-
এক কথায় অসাধারণ ভারতবর্ষের খুব কম সিনেমায় এমন সিনেমাটোগ্রাফী দেখা যায়।
ব্যকগ্রাউন্ড মিউজিক:-
ব্যকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারণ আমার কাছে ২.০ এর থেকে ভালো লেগেছে বাহুবালি সিরিজ এর কাছাকাছি, তাই বুঝতেই পারছেন এই মুভির ব্যকগ্রাউন্ড মিউজিক কেমন ছিল।
সব মিলায়ে এই মুভিটা ছিল স্পেশাল!
নিয়মিত সিনেমা থেকে পুরাই আলাদা একদম মাস্টারপিছ!
তাই যারা দেখেনি তাড়াতাড়ি দেখে নিয়েন!