Zip, Rar, Tar, 7z ইত্যাদি File Format নিয়ে বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর। Android এ কিভাবে Zip কিভাবে Extract / unzip বা খুলতে হয়?

Unzip, how to unzip
ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করতে গেলে, আমার প্রায়ই দেখি সেগুলো zip, rar, 7z, tar ইত্যাদি Formatএ দেওয়া। অনেকেই এটা জানতে চেয়েছেন যে, এগুলো (Zip, Rar, Tar, 7z etc) আসলে কি?




উত্তর : Zip, Rar, Tar, 7z ইত্যদি হচ্ছে এক ধরনের File Format।আসলে Zip, Rar, Tar, 7z ইত্যাদির মানে হচ্ছে Compressed করা। সহজ বাংলায় যাকে বলে সংকুচিত করা। কোন ফাইলের আকার বা সাইজ কমানোর জন্য ফাইলটিকে Compressed করার একটি প্রক্রিয়া হচ্ছে Zip, Rar, Tar বা 7z করা। আর একটু সহজ ভাষায় বললে, ব্যাগের জিপার বা চেইন দিয়ে আমরা যেমন ব্যাগটাকে সংকুচিত করে রাখি, এটাও ঠিক তেমনি একটি বিষয়।
ফাইল বা ফোল্ডার Compressed (Zip, Rar, Tar, 7z etc) করার সুবিধা কি? অথবা কেন ফাইল বা ফোল্ডার Compressed করা হয়?
উত্তর :
  1. Compressed করার প্রধান সুবিধা হল ফাইলের সাইজ বা আকার কমানো।
  2. Compressed করা Applications বা Games এ ভাইরাস (Virus) আক্রমণ করতে পারে না।
  3. অনেকগুলো ফাইল একসাথে ছোট আকারে রাখার জন্যও Compressed করা হয়।
  4. আরেকটি সুবিধা হচ্ছে, Compressed এর মাধ্যমে Password প্রটেক্টেড করে রাখাও যায়।
Android এ কিভাবে File বা Folder Zip কিভাবে Extract বা খুলতে হয়? উত্তর :Android File Compressed এবং Extract করার জন্য, Play Store অনেক Application আছে। তবে সেগুলোর মধ্যে আমার কাছে ZArchiver  Applicationটিকে সেরা মনে হয়েছে। তাই আমি ZArchiver দিয়ে কিভাবে Extract করতে হয় সেটা বলব।
Download– ZArchiver .apk
Compressed করা ফাইল বা ফোল্ডার Extract বা খোলার জন্য:
1.আগের মতোই ZArchiver Open করুন।


2.এবার যে zip, rar, tar বা 7z ফরমাটের ফাইলটি Extract বা খুলতে চান, সেটার উপর চেপে ধরুন।



3.একটি Menu দেখতে পাবেন, সেখান থেকে Extract Here ক্লিক করলেই Compressed করা ফাইলটি Extract হওয়া শুরু হবে। ( Password Optionএ Password দিয়ে ok)



বি.দ্র:
  • ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
  • Extract নিয়ে কোন প্রশ্ন বলার থাকলে,কমেন্টে বলুন।
  • ক্রেডিট  : জিকরুল ভাই ( mlsbd)

3 comments

  1. Bd Movie Khor
    Test 1
    1. Bd Movie Khor
      Test 2
  2. Test 3
    Test 3
★ Don't Spam Please ★
★Any problem ? Just comment here ★