#থ্রিলার
সব ইন্ডাস্ট্রিতে থ্রিলারের প্রচুর মুভি আছে।
আজ কথা বলবো আমার দেখা কিছু #কোরিয়ান_থ্রিলার নিয়ে।
1- Train to busan: থ্রিলার লাভার কিন্তু এটা দেখেন নাই এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। জম্বির ভাইরাসে আক্রান্ত কোরিয়ার একটি অঞ্চল, ক্রমশ ছড়িয়ে পরছে সবজায়গাতে, ট্রেনে থাকা একদল লোক এরই মাঝে আটকে পরে। গন্তব্যে বুসান। তারা কি পারবে বুসান পৌঁছাতে?? শেষের অংশটা আপনার পাথর মন কেও নরম করে দিতে বাধ্য,এতটুকুই বলবো। যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। (হিন্দি ডাব করা আছে)
2- oldboy: প্রতিশোধ কত প্রকার ও কি কি তা এটা দেখলে বুঝতে পারবেন। একলোক কে হঠাৎ এক ফোনবুথের সামনে থেকে তুলে নিয়ে যেয়ে ১৩ বছর এক রুমে আকটে রাখে। সেখান থেকে বের হবার পর কে তাকে আটকে রেখেছে এবং কেন, তা জানতে বেরিয়ে পরে সে। কি ছিল কারন??তার সাথেই বা কি হতে যাচ্ছে, জানতে হলে দেখে ফেলুন। শেষে বড় ধরনের ধাক্কা আছে কিন্তু 😄
(১৮+)
৩- Memories of murder :একের পর এক মহিলা খুন হচ্ছে, খুনি ধরা ছোঁয়ার বাইরে। কেন হচ্ছে খুন?? পুলিশ কি পারবে আসল খুনিকে বের করতে??
একটি সত্য ঘটনার ওপর এই মুভিটা, তাই মিস করাটা ঠিক হবে না।
৪- I saw the Devil: যাদের হার্ট দূর্বল তারা এরিয়ে যান কারন কিছু ডিস্টার্বিং সিন আছে। একটি সাইকো যে কিনা খুব বেপরোয়া ভাবে মেয়েদের খুন করছে। একজন অন্তঃসত্ত্বা নারী খুন হবার পর তার প্রতিশোধ নিতে বেরিয়ে পরে তার স্বামী। সে কি পারবে প্রতিশোধ নিতে??
৫- The gangster vs the cop vs the devil:
এক সাইকো কিলার, যে কি না রাতে শিকার করতে বের হয়। পুলিশ খুঁজছে তাকে, অন্যদিকে এক রাতে সেই সাইকো অ্যাটাক করে এক বড় গ্যাংস্টারকে। কিন্তু তার এই অ্যাটাক বিফলে যায়। তার পর থেকে এই সাইকোর পিছু নেয় গ্যাংস্টার। কার জিত হবে?? পুলিশ, সাইকো নাকি গ্যাংস্টারের?? জানতে হলে দেখে ফেলুন এই অ্যাকশন থ্রিলার মুভিটি। আশা করি ভাল লাগবে।
৬-parasite: মেইন ক্যাটাগরিতে অস্কার জয়ী প্রথম বিদেশি মুভি। ড্রামা থ্রিলার এই মুভিতে ধনী গরীবের ভেদাভেদটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে।
৬- No mercy : কিছুটা oldboy এর মত। প্রতিশোধ হল মূল থিম। সময় হলে দেখে নিতে পারলেন।
৭- Forgotten : ঠান্ডা থ্রিলার মুভিটি একটি ছেলেকে কেন্দ্র করে কাহিনী আগাতে থাকে। তার আশেপাশে অদ্ভুত সব কান্ড হতে থাকে। কেন এমন হচ্ছে, তারই বা পরিচয় কি। শেষে একটা বড়সড় টুইস্ট আছে।
৮- the chaser : এক লোকের পতিতালয় থেকে একের পর এক পতিতা গুম হচ্ছে। শেষ পতিতাকে যখন এক ঠিকানাতে পাঠায় তখন বুঝতে পারে যে সবাই এই জায়গায় থেকেই গুম হয়েছে। কে করলো এই কাজটি, কি করলো এই মেয়ে গুলো দিয়ে?
এছাড়াও আছে the suspect, the call, sympathy, the Turnell, the handmaiden, manhole, silenced, lady vengeance যা আপনার চাহিদা কে পূর্ণ করবে গ্যারেন্টি.
লেখক ঃ ফেসবুক গ্রুপ থেকে সংগ্রেহিত