K.G.F: Chapter 2 Movie Information
🔺 Movie Name : K.G.F. Chapter 2 (2022)
🔺 Genre : Crime, Thriller, Action
🔺 IMDb rating : 9.8/10
🔺 Runtime : 2hr 40 min
🔺 Written & Directed By Prashant Neel
🔺 Casting : Rockingstar Yash (Rocky), Srinidhi Shetty (Reena), Sanjay Dutt (Adeera) & Raveena Tandom (Ramika Sen)
🔺 Language: Kannada
🔺Budget : 1 billion INR.
🔺IMDB Rating : 9.7/10.
𝗞𝗚𝗙 𝗖𝗛𝗔𝗣𝗧𝗘𝗥- 2 𝗠𝗢𝗩𝗜𝗘 𝗥𝗘𝗩𝗜𝗘𝗪🔥🔥🔥🔥
Violence! violence!! violence!!! I don't like it, I avoid. But violence likes me, I can't avoid it!!!⚠️🔥
~>Salam Rocky Bhai🙏🙏🙏
★★ রিভিউতে কি লিখবো সেটাই ভেবে যাচ্ছি আমি। 𝐊𝐆𝐅 দেখার পর পার্ট 2 নিয়ে একটা আলাদা Expectation তো ছিলই, কিন্তু আজকে যা দেখলাম তাতে রিভিউ লেখার জন্যে আমার কাছে উপযুক্ত শব্দ কম পরে যাবে।🙏🏻💥 না মানে প্রশান্ত নীল কি সিনেমা বানিয়েছেন এটা?????😱😩 ভাই রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল,বুক ধুকবুক করছিল পুরো ফিল্ম জুড়ে। দেখতে এত সাধারণ কিন্তু পরিচালনা যে লেভেলের করেছেন সত্যি বলছি হলিউডকে টক্কর দেওয়ার মতো😨💥 ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স! সিনেমা শুরু হওয়া থেকে সিনেমা শেষ হওয়া পর্যন্ত পুরোটাই তো ক্লাইম্যাক্সে ভরপুর।💥❤️
⚠️⚠️⚠️কিঞ্চিৎ স্পয়লার⚠️⚠️⚠️
গাড়োরা-কে মারার পর কোলার গোল্ড ফিল্ডস (K.G.F.) এর রক্তে ভিজে যাওয়া জমিতে এখন নতুন ওভারলর্ড হয়েছে রকি, যার নামই তার শত্রুদের মনে ভয় জাগাতে যথেষ্ট। K.G.F. এ আটকে থাকা লোকজন রকিকে তাদের ত্রাণকর্তা হিসাবে দেখে কিন্তু অন্যদিকে দেশের সরকার তাকে আইন-শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ দেখছে। শত্রুরা প্রতিশোধ নেওয়ার জন্য তৈরি হচ্ছে এবং তার মৃত্যুর জন্য ষড়যন্ত্র করছে। রক্তারক্তির লড়াই এবং অন্ধকার দিন অপেক্ষা করছে যেহেতু, তাই রকি অপরিবর্তিত আধিপত্যের জন্য তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
রকি কি পারবে তার এই সাম্রাজ্য ঠিকঠাকভাবে চালিয়ে নিতে, সে কি পারবে তার মাকে দেওয়া সেই ওয়াদা রাখতে যার জন্য সে এতকিছু করলো? নাকি অন্য কোনো ঝামেলায় ঝড়িয়ে পড়বে সে?? তা জানতে হলে দেখতে হবে K.G.F: Chapter 2.
মুভিটা দেখার পরে শুধু এটাই মাথায় ঘুরছে প্রশান্ত নীল কী দেখালো এটা, কালার গ্রেডিংও ছিল অসাধারণ আর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ওয়াও,😳 ইডিটিং ছিল অন্য লেভেলের!!!🔥🔥🔥
আপনি যদি একবার দেখেন তাহলে আপনার মন ভরবে না আবার দেখতে ইচ্ছে করবে।
সঞ্জয় দত্তের ভয়ংকর লুক মুভিটাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে আর তার সাথে রাভিনার ড্যাশিং ডায়লগ তো আছেই।
ইয়াশ সম্পর্কে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, K.G.F: Chapter 1 এর চেয়ে 2 এর মধ্যে ইয়াশের লুক আরো ভালো ছিলো, এই মুভির সবচেয়ে ভালো দিকটি হচ্ছে এটার মধ্যে আমি কোনো নেগেটিভ দিকই খুঁজে পাইনি।😎😎😎😎😎
শেষ হয়েও যেনো হইলো না শেষ!!!🌊🌊🌊🌊🌊 এখন শুধু মাথায় একটা প্রশ্নই আসছে, সেটা হলো K.G.F: Chapter 3 কি সত্যিই আসবে???🤔🤔🤔
আর যদি আসে তাহলে তো খেলা হবে!!!💥💥💥
★সবশেষে বলবো 𝖪𝖦𝖥 𝖢𝖧𝖠𝖯𝖳𝖤𝖱 2 মিস করবেন না। আমার ব্যক্তিগত রেটিংস..... 10 out of 10 💥💥🔥
Happy Watching #KGF_CHAPTER_2
K.G.F Chapter 2 Download Link :
If Link not work click Here
K.G.F Chapter 2 Bangla Subtitles Link :
⚠ ( Link will be upadate when available) ⚠