দীপিকা পাডুকন এর সমস্ত মুভি

----দীপিকা পাড়ুকোন----
জন্ম ৫ জানুয়ারি ১৯৮৬----

দীপিকা পাড়ুকোন বলিউডের অত্যন্ত জনপ্রিয় এবং রূপবতী অভিনেত্রী ও মডেল । সর্বাধিক জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে, তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুইটি
ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি বলিউডের পাশাপাশি তামিল ও কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করেছেন।




দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা সমূহ----
দিপিকা



১/ ঐশ্বরিয়া---(২০০৬)
২/  ওম শান্তি ওম--- (২০০৭)
৩/  বাচনা এয় হাসিনো---(২০০৮)
৪/ চান্দনি চক টু চায়না---(২০০৯)
৫/ বিল্লু---(২০০৯)
৬/ লাভ আজ কাল---(২০০৯)
৭/ ম্যায় অউর মিসেস খান্না---(২০০৯)
৮/ কার্তিক কলিং কার্তিক---(২০১০)
৯/ হাউসফুল---(২০১০)
১০/ লাফাঙ্গে পারিন্দে---(২০১০)
১১/ ব্রেক কে বাদ---(২০১০)
১২/ খেলে হাম জি জান সে---(২০১০)
১৩/ দাম মারো দাম---(২০১১)
১৪/  আরাকশান---(২০১১)
১৫/ দেশি বয়েজ---(২০১১)
১৬/ ককটেল---(২০১২)
১৭/ রেস ২---(২০১৩)
১৮/ বম্বে টকিজ---(২০১৩)
১৯/ ইয়ে জাওয়ানি হে দিওয়ানি---(২০১৩)
২০/ চেন্নাই এক্সপ্রেস---(২০১৩)
২১/ গোলিও কি রাসলীলা রামলীলা---(২০১৩)
২২/ কোচাদাইয়্যান---(২০১৪)
২৩/ ফাইন্ডিং ফ্যানি---(২০১৪)
২৪/ হ্যাপি নিউ ইয়ার---(২০১৪)
২৫/ মাই চয়েস---(২০১৫)
২৬/ পিকু---(২০১৫)
২৭/ তামাশা---(২০১৫)
২৮/ বাজিরাও মাস্তানি---(২০১৫)
২৯/ পদ্মাবত পদ্মাবতী---(২০১৮)
৩০/ ছাপাক---(আপকামিং)



ব্যক্তিগত ভাবে বলিউডে আমার সবথেকে পছন্দের অভিনেত্রী হচ্ছে দীপিকা পাড়ুকোন। তাকে প্রথম দেখেছিলাম 'ওম শান্তি ওম' মুভিতে। আর সেখান থেকেই তার প্রতি বিমোহিত হয়ে আছি আজ পর্যন্ত। 
তার গালে ঐ টোল পরা হাসি যতবারই দেখি ততবারই মনে হয় এত সুন্দর নজরকাড়া হাসি পৃথিবীর আর কারো হতেই পারে না। তার মায়াবী ঐ মুখের দিকে তাকালে মনে হয় সৃষ্টি কর্তা তাকে যেন তৈরীই করেছেন সৌন্দর্যের উদাহরণ স্বরুপ। 

আজ এই অপার সৌন্দর্যের অধিকারী এবং সকল যুবকের স্বপ্নময় রাজকন্যা দীপিকা পাড়ুকোন এর শুভ জন্মদিন। জন্মদিনে তাকে জানাই অন্তরের অন্তস্তল থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

2 comments

  1. Dipo
    Nice post ��
    1. Ok Movies Link
      Ok Movies Link
      Tnx for your comments...
★ Don't Spam Please ★
★Any problem ? Just comment here ★