VLC player-তে বাংলা সাবটাইটেল সহ মুভি প্লে করার নিয়ম:
১. প্রথমে VLC player nightly build ভার্শন ডাউনলোড করুন। জেনারেল ভার্শনর SRT সাবটাইটেল সাপোর্ট করে না এই ভার্শনে সাপোর্ট করে।
Download Links
২. Software টি ইনিস্টাল করুন।

৩.কাঙ্খিত মুভিটি প্লে করার পর থেকে Add Subtitle এ ক্লিক করে ফাইল ব্রাউজ করে সাবটাইটেল দেখিয়ে দিন আর বাংলা সাবটাইটের উপভোগ করুন। 
আথবা,সাবটাইটেল + মুভি একই ফোল্ডারে এবং একই নামে রিনেম করুণ। সাবটাইটেলের রাইট বাটন এ ক্লিক করে open with>VLC player ( Always বক্ল টিতে অবশ্যই ঠিক চিন্হ দিন)।এর পর মুভিটি প্লে করুন আর সাবটাইটেল সহ উপভোগ করুণ।

ধন্যবাদ।