কিভাবে mx player তে মুভি সাবটাইটেল (বাংলা) সহ প্লে করবেন

কিভাবে mx player তে মুভি সাবটাইটেল (বাংলা) সহ প্লে করবেন, play subtitle, mx player subtitle
কিভাবে mx player তে মুভি সাবটাইটেল (বাংলা) সহ প্লে করবেন:




১)প্রথমে মুভির নামে নতুন ১টি ফোল্ডার তৈরি করুন।


২) তারপর মুভির ফাইল এবং সাবটাইটেল ঐ ফোল্ডারে রাখুন।

৩)মুভির ফাইলের নাম ও সাবটাইটের নাম রিনেম করে একই নামের করুন।




৪) এরার mx player গিয়ে দেখুন আপনার মুভির ফাইলটির পাশে srt নামে আইকন আসছে। সুতরাং এটি সাবটাইটেল সহ প্লে হতে প্রস্তুত।
৫)মুভি প্লে করে দেখুন সাবটাইটেল আসছে নিছে।
বি.দ্র :বেশির ভাগ ক্ষেত্রে সাবটাইটেল সমূহ জিপ আকারে থাকে। তাই তখন জিপ ফাইল আনজিপ করে সাবটাইটেল (srt ফাইল) টি বের করে নিতে হবে। মনে রাখবেন, সাবটাইটেল ফাইটের শেষে .srt লেখা থাকে।
বাংলা সাবটাইলের জন্যেhttps://subscene.comএ গিয়ে মুভির নাম লিখে সার্চ দেবেন। যদি সাবটাইটেল করা হয়ে থাকে তাহলে সার্চ লিস্টে পেয়ে যাবেন। এবং আশা করি বাংলা সাবটাইটেল নামানোর সময় অবশ্যই ‘Good’ রেটিং দেবেন ফলে সাবটাইটেল তৈরিকারকগণ সাবটাইটেল বানাতে উৎসাহিত হবে।
Zip ফাইল unzip করার নিয়ম :
Zarchiver app টা না থাকলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিন, তারপর অ্যাপ ওপেন করেন মেমরি কার্ড দেখাবে এখানে জিপ ফোল্ডার যেখানে আছে ওখান এ গিয়ে জিপ ফাইলের উপর ক্লিক করেন, এখন extract archive name এ ক্লিক করেন এবার একটু লোডিং হয়ে কমপ্লিট দেখাবে এবার অ্যাপ থেকে বের হয়ে মেমরি তে গিয়ে জিপ ফাইলের ফোল্ডারে যান দেখেনন নতুন একটা ফোল্ডার হইছে ঐ নামে আর ঐ ফোল্ডারে পেয়ে যাবেন ফাইলটি ।
ধন্যবাদ। কিছু না বুঝলে কমেন্ট কমেন্ট করুন।

4 comments

  1. Bd Movie Khor
    test
    1. Bd Movie Khor
      reply test
  2. Bd Movie Khor
    test 2
    1. Administrator ★
      Test 2 reply
★ Don't Spam Please ★
★Any problem ? Just comment here ★